ক্রীড়া মন্ত্রণালয় তাকে আর সভাপতি পদে চায় না, ফারুক আহমেদ নিজেই জানিয়েছিলেন তা। তবে পদত্যাগ করতে চান না বলে অনড় অবস্থানে ছিলেন তিনি। এই অবস্থায় তার পথ রুদ্ধ করে দিল জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া পরিষদের যে মনোনয়নে কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক ও পরে সভাপতি হন ফারুক, সেই মনোনয়নই তুলে নিয়েছে তারা।
বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) গভীর রাতে এনএসসি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানায় যে, বোর্ড পরিচালকদের পাঠানো চিঠি পর্যালোচনা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তদন্ত প্রতিবেদন মূল্যায়নের পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
ফারুকের এই সিদ্ধান্তের পর বিসিবির ৮ পরিচালক তাঁর প্রতি অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেন। পরিচালকদের সেই অনাস্থা প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের মনোনয়ন বাতিল করল।এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনএসসি বিষয়টি নিশ্চিত করেছে।
ফারুককে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে ৮ পরিচালকের তাঁর প্রতি অনাস্থা ও বিপিএল নিয়ে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা স্বাভাবিক রাখার কথা উল্লেখ করেছে এনএসসি।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালকদের মধ্য থেকে একজন বোর্ড সভাপতি নির্বাচিত হয়ে থাকেন। যেহেতু তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে, তাই বিসিবি সভাপতি পদে এখন তাঁর আর থাকার কথা নয়।
মনোনয়ন বাতিলের পর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চিঠিটি আমি দেখেছি। এ ব্যাপারে আমি এখন কোনো মন্তব্য করব না। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।’
বর্তমান বিসিবি বোর্ডে নাজমুল আবেদীন ফাহিমের পাশাপাশি ফারুক আহমেদও এনএসসি মনোনীত দুই পরিচালকের একজন ছিলেন। ফারুক ও ফাহিম জালাল ইউনূস ও সাজ্জাদুল আলম ববির জায়গায় গত ২১ আগস্ট বিসিবিতে পরিচালক হিসেবে যোগ দেন। একই দিনে ফারুক বিসিবি সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে তিনি স্থলাভিষিক্ত হন।
ক্রীড়া পরিষদ মনোনয়ন বাতিল করায় ফারুকের পরিচালক পদ ও সভাপতি পদের অবসান ঘটবে, কারণ পরিচালক না থাকলে কেউ বিসিবির সভাপতি হতে পারেন না। আবার কাউন্সিলর না থাকলে পরিচালক হওয়া যায় না।
ফারুকের জায়গায় কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। খুবই শিগগিরই এই সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হতে পারে। বুলবুল পরিচালক হলে বিসিবির বিশেষ সভায় তাকে সভাপতি নির্বাচিত করাও প্রায় ঠিক হয়ে আছে।