ঈদের আগে শেষ কর্মদিবসে অফিস শেষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বাস কাউন্টারগুলোতে ভিড় বেড়েছে। সড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ।
যাত্রীরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে। তবে কাউন্টারের লোকজন বলছেন, এবার যাত্রী সংখ্যা অন্য বছরের তুলনায় কম। আর ভাড়া নেয়া হচ্ছে সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী।
ঈদের আগে শেষ কর্মদিবসে কাজ শেষে নিজের আদরের পাখিদের নিয়ে বাড়ির পথে মিনহাজ। জানান, কষ্ট হলেও রওনা হয়েছেন পরিবারের সাথে একটু বেশি সময় কাটাতে। শুধু মিনহাজই নয়, বৃহস্পতিবার অফিস শেষে ক্লান্তি নিয়েও অনেকেই ধরেছেন বাড়ির পথ। আর এতেই সন্ধ্যা থেকে বাস কাউন্টারগুলোতে ভিড় বাড়তে শুরু করে।
এসময় কোনো কোনো যাত্রী জানান, বাস ভাড়া নেয়া হচ্ছে কিছুটা বেশি। তবে, এ নিয়ে খুব একটা অভিযোগ নেই তাদের। বাস কাউন্টারের লোকজন বলছেন, সন্ধ্যার পর যাত্রী সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত যাত্রীর দেখা মেলেনি এখনও। পাশাপাশি জানান, বেশি নয়, ভাড়া নেয়া হচ্ছে সরকারের নির্দেশনা অনুযায়ী।
শুক্রবার সকাল থেকে যাত্রী চাপ বাড়তে পারে বলেও আশা করছেন বাস কাউন্টারের লোকজন। সন্ধ্যার পর থেকে সড়কে কিছুটা চাপ থাকলেও কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিলো না শিডিউল বিপর্যয়ের কোনো খবর। ঝামেলাহীন ঈদযাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করছেন রেলের যাত্রীরা।
এদিকে এবার ঈদযাত্রায় নৌপথে নানা নাশকতার আশঙ্কা থাকলেও বৃহস্পতিবার নৌরুটে যাত্রীচাপ কম ছিলো। অন্যদিকে গত সোমবার(২৪ মার্চ) থেকে ঈদ উপলক্ষে আগাম টিকিটে ঈদযাত্রা শুরু হয়েছে। ঈদের আনন্দের দিনটি যত কাছে আসছে স্টেশনে বাড়ছে যাত্রীদের সংখ্যা। তবে এখন পর্যন্ত পূর্বের মতো চিরচেনা উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে না। ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।