People Voice
অপরাধ

মাদক কারবারিদের গুলিতে আহত পুলিশ, দেখতে হাসপাতালে আইজিপি

রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত পুলিশ সদস্যদের দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের এএসআই (সহকারী উপপরিদর্শক) আতিক হাসান ও কনস্টেবল মো. সুজনের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবি পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মশিউর রহমান  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীতে ফকিরাপুল মোড়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইয়াবা বেচাকেনার মধ্যস্থতাকারী আবদুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ডিবির ভাষ্য, একটি পক্ষ ব্যাগে করে ইয়াবা এনে প্রাইভেট কারে আসা আরেক পক্ষের কাছে হস্তান্তর করছিল। ওই মুহূর্তে অভিযান চালিয়ে ব্যাগটি জব্দ করে পুলিশ।

ডিবি জানায়, ইয়াবা হস্তান্তরের সময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার জব্দের চেষ্টা করা হলে চালক দ্রুতগতিতে গাড়িটি প্রায় ৬০০ গজ দূরে নিয়ে যান। পরে সেটি থামিয়ে চাবি জব্দ করেন ডিবি সদস্যরা। এ সময় প্রাইভেট কারের আরোহী ও ইয়াবা বহনকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে পালানোর চেষ্টা করেন। পালিয়ে যাওয়ার সময় তাঁরা ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ডিবির সহকারী কমিশনার এনায়েত কবিরের ডান হাতের আঙুলে গুলি লাগে। এ ছাড়া আহত হন এএসআই আতিক হাসান ও কনস্টেবল মো. সুজন।

গুলিবিদ্ধ ও আহত অবস্থায় ডিবি সদস্যরা অটোরিকশাটিকে ধাওয়া করেন। কিছু দূর যাওয়ার পর সেটি উল্টে গেলে ডিবি সদস্যরা মাদক কারবারি আবদুল আজিজ (৩৮) ও হৃদয় সরকার ওরফে আশিককে (৩৫) আটক করেন। তবে তাঁদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান। গুলিবিদ্ধ কর্মকর্তা এনায়েত কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Related posts

রাকিব হত্যার মূল আসামী ইয়াসিনকে ধরছে না পুলিশ, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

News Desk

আনিসুলের ৫১ দিন, সালমানের ৫৮ দিন, মামুনের ৯৫ দিনের রিমান্ড মঞ্জুর

News Desk

‘ধর্ষণবিরোধী পদযাত্রা, পুলিশের ওপর আক্রমণ’

News Desk