People Voice
রাজনীতি

চীন যাচ্ছেন মির্জা ফখরুলসহ বিএনপির আট নেতা

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী রোববার চীন সফরে যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এই সফর উপলক্ষে ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ঢাকার দূতাবাসে যান বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা। তাঁরা সেখানে পরস্পরের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন (স্বপন), ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ (পাভেল)।

দলীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী ২৪ জুন প্রতিনিধিদলটি চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে। সফরটি মূলত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির ‘পার্টি টু পার্টি’ সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে আয়োজিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান  সংবাদমাধ্যমকে বলেন, ‘চীনে যে প্রতিনিধিদল যাচ্ছে, সেটি দলের মহাসচিব নেতৃত্ব দেবেন। সিনিয়র ১০ জনের মতো সদস্য যাচ্ছেন। পার্টি টু পার্টির সম্পর্কই এ সফরের মূল উদ্দেশ্য। চীনে সাধারণত পার্টি ও সরকার একসঙ্গে কাজ করে থাকে।’

এর আগে, গত মাসেও চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত সে সফরে নেতৃত্ব দেন ড. আবদুল মঈন খান।

Related posts

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:বেগম খালেদা জিয়া

News Desk

বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি, রোডম্যাপ চূড়ান্ত

News Desk

দ্বিমতের বিষয় নিয়ে জনগণের কাছে যেতে হবে: জোনায়েদ সাকি

News Desk