ভারতের সরকারি দল- ভারতীয় জনতা পার্টি বা বিজেপির মুখপাত্র নালিন কোহলি বলেছেন ‘কেউই যুদ্ধ চায় না’।
তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার প্র্রোগ্রামে এই মন্তব্য করেছেন। তবে তিনি একই সাথে বলেছেন, “ভারত তার নাগরিকদের অধিকার সুরক্ষা থেকে বিরত থাকবে না এবং ভারতীয়দের রক্ত ঝরবে না-এটি নিশ্চিত করবে।”
তিনি বলেছেন, সরাসরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে যোগসূত্র আছে এমন জায়গাতেই ভারত আক্রমণ করে “এবং পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো কিছুকে লক্ষ্যবস্তু করা হয়নি”।
পাকিস্তানে হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, “আমরা প্রতিশোধ নেওয়ায় পুরো দেশ খুশি।”
“আমাদের দেশ নিরীহ মানুষ এবং বিধবা মহিলাদের হত্যাকারীদের উপযুক্ত জবাব দিয়েছে,” গত মাসে পহেলগামে পর্যটকদের ওপর হামলার কথা উল্লেখ করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
কীর্তি বর্ধন সিং সতর্ক করে বলেছেন, “শত্রু দেশগুলোর উচিত এই হামলাগুলোকে একটি বার্তা হিসেবে নেওয়া যে ভারতের প্রতিটি কোণে তথ্য রয়েছে।”
“ভবিষ্যতে যদি আমাদের আরো পদক্ষেপ নিতে হয়, তাহলে আমরা আরো শক্তির সাথে তা করব,” তিনি যোগ করেন।
প্রসঙ্গত, ভারত বলেছে যে পহেলগাম হামলায় পাকিস্তান-ভিত্তিক ‘সন্ত্রাসীদের’ জড়িত থাকার বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে, তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে।
পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশসীমা সম্পূর্ণরূপে চালু বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত এবং “বেসামরিক বিমান চলাচল কার্যক্রমের জন্য নিরাপদ”।
“ভারতের বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য যে গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে সে সম্পর্কে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকে (আইসিএও) তার উদ্বেগ জানিয়েছে,” বিবৃতিতে বলা হয়েছে।
ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান বাংলাদেশের,পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছে ভারত। পাকিস্তান জানিয়েছে, ছয়টি জায়গায় ২৪টি স্থাপনা হামলার শিকার হয়েছে।
পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। ভারতের হামলায় ২৬ জনের নিহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের গোলায় ভারতশাসিত কাশ্মীরে ১৫ জন নিহত হয়েছে। ভারত-পাকিস্তানের যুদ্ধের জন্য বিশ্ব প্রস্তুত নয় বলে বলেছেন জাতিসংঘ মহাসচিব।