ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুরগামী একটি ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো. ইয়াসিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি লুট হওয়া মুঠোফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৩ মে বিকেল পাঁচটার দিকে এগারসিন্দুর গোধূলী ট্রেনে কয়েকজন যাত্রী মুঠোফোন ও নগদ অর্থ হারান। ছিনতাইকারীরা ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে এসব ছিনিয়ে নেন।
সংবাদ পাওয়ার পর ঢাকা রেলওয়ে পুলিশের একটি বিশেষ টিম রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো. ইয়াসিনকে (৩৪) গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যে আরও তার তিন সহযোগী মো. হৃদয় (২০), মো. হৃদয় (২৫) ও মো. ফাহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান চলমান।