People Voice
লিড নিউজ

নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কারের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণ হবে না। শ্রম কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা।

শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে শ্রমিক-মালিক বিরোধ নিষ্পত্তিতে সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরে নতুন দেশ গড়ায় শ্রমিক-মালিক ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবানও জানান সরকার প্রধান।

বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনায় যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুথানের প্রেক্ষাপটে মে দিবস তথা শ্রমিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। শ্রম সংষ্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথাও জানান প্রধান উপদেষ্টা।

শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকে বাচিয়ে রাখার গুরুত্ব তুলে ধরে শ্রমিক-মালিককে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান প্রধান উপদেষ্টা।

শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে সরকারের নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

Related posts

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে: তারেক রহমান

News Desk

কবরের প্রথম রাত যেমন হবে

fz@admin

‘ধর্ষণবিরোধী পদযাত্রা, পুলিশের ওপর আক্রমণ’

News Desk