People Voice
অপরাধ

অস্ত্র নয়, জনগণের আস্থাই শক্তি

আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশের প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি তখনই ইতিবাচক হয়, যখন মানুষ দেখে এই বাহিনী কেবল আইন প্রয়োগ করছে না, বরং জনগণের অধিকার রক্ষা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার দায়িত্ব গ্রহণ করছে। ‘জনতার পুলিশ’ মানে শুধু একটি পরিচয় নয়, এটি একটি দর্শন, যা নিরাপত্তার সঙ্গে সঙ্গে জনমনে আস্থা, শ্রদ্ধা ও সম্মান গড়ে তোলে।

আইজিপি বলেন, ‘ইতিহাস আমাদের শিখিয়েছে—অস্ত্র নয়, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রকৃত শক্তি। পুলিশ যদি সত্যিকার অর্থে জনগণের পাশে থাকে, তবে তারা ভয়ের প্রতীক নয়, বরং হয়ে ওঠে ভরসার আশ্রয়স্থল। তাই পুলিশ হতে হবে এমন, যারা জনগণের জন্য, জনগণের হয়ে, জনগণের পাশে থাকবে।’

অসহায়ের পাশে দাঁড়াতে হবে

জাহেদ উর রহমান বলেন, এর আগে পুলিশ সপ্তাহগুলোতে দেখা গেছে, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন বাতিলের দাবি উঠত। ওই আইনে শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনের কথাও উল্লেখ রয়েছে। অথচ পুলিশই এই আইন বাতিল চেয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটা করতে না পেরে এই আইনের প্রয়োগে কিছু শর্ত যুক্ত করার কথাও বলেছিল পুলিশ।

অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, ‘জুলাইয়ে পুলিশের পোশাক ছিল আতঙ্কের। তাদের বন্দুকের সামনে দাঁড়ানো মানুষের অসহায়ত্ব আমরা দেখেছি। নতুন বাংলাদেশে পুলিশ যদি সত্যের পথে থাকে, তাহলে মানুষের কাছে তাদের আস্থার জায়গা তৈরি হবে।’ পুলিশকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই শিক্ষক।

সাংবাদিক নূরুল কবীর বলেন, রাষ্ট্র যখন নিপীড়ক হয়ে ওঠে, তখন পুলিশকে জনতার পুলিশ হতে দেয় না। অতীতে দেখা গেছে, রাষ্ট্র কতটা নির্লজ্জ হলে, পুলিশ সদস্যদের পদক দেওয়ার কারণ হিসেবে বিরোধী দলকে দমন করার কথা উল্লেখ করা হয়। তাঁর মতে, পুলিশকে জনতার পুলিশ হতে হলে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। ন্যায় বা অন্যায় দেখার মতো বুদ্ধিমত্তা থাকতে হবে। যারা আন্দোলনে যায়, তাদের কথাগুলো পুলিশকে বুঝতে হবে।

বাড়াতে হবে সক্ষমতা

শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, পুলিশের সক্ষমতা বাড়াতে হবে। পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। পুলিশে ঊর্ধ্বতন পদসহ বিভিন্ন পদে যাঁদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাঁদের মধ্যে সেবার মানসিকতা তৈরি করা যাচ্ছে কি না, দেখতে হবে।

অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী বলেন, ‘পুলিশ সংস্কারে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বেশি জরুরি। আমরা পুলিশকে সেবক হয়ে উঠতে দিচ্ছি কি না, তা চিন্তা করতে হবে। বিরোধী দল দমনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়, সংস্কারের ক্ষেত্রে এগুলো বিবেচনায় না নিলে পুলিশ মানুষের পুলিশ হয়ে উঠতে পারবে না।’ তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় পুলিশের অপব্যবহার বন্ধ করতে হবে। পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে পুলিশের ভাবমূর্তি বাড়বে।

সমাপনী বক্তব্যে পুলিশের বিশেষ শাখার প্রধান গোলাম রসুল বলেন, ‘আমরা জনতার মুখোমুখি থাকব না, পাশাপাশি থাকব। আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই; জনগণের পুলিশ, সাধারণ মানুষের পুলিশ হতে চাই।’

Related posts

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র ও কিশোর গ্যাং সদস্য

News Desk

তিন সীমান্ত দিয়ে আরও ১৭২ জনকে পুশইন করলো বিএসএফ

News Desk

টাকা লুটে সাবেক সেনা ও পুলিশ সদস্যরা জড়িত : ডিএমপি

News Desk