People Voice
জাতীয়

অটোরিকশার নিয়ন্ত্রণে সড়ক-মহাসড়, দায় কার?

সড়ক দুর্ঘটনার উৎসে নতুন যোগ হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। গতবছর অটোরিকশার কারণে সারাদেশে মোট ৮৭০টি দুর্ঘটনা ঘটেছে। যাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনকারীএকটি সংগঠন এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, সারাদেশে এ সব দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৮৭৫ ও আহতের সংখ্যা এক হাজার ৭৭৯।প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় দুর্ঘটনায় হতাহতের খবর সংবাদমাধ্যমে প্রকাশ হচ্ছে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকার বনশ্রী এলাকায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। শুধু বনশ্রীতে নয়, গত ২৪ ঘণ্টায় ব্যাটারিচালিত অটোরিকশার কারণে সারাদেশে আরও কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

বনশ্রীর দুর্ঘটনা ঘটে ওই এলাকার এফ ব্লকের প্রধান সড়কে । এফ ব্লকে এপেক্স ফুটওয়্যারের একটি শোরুমে স্টোর ম্যানেজার হিসাবে কর্মরত মিজানুর রহমান এই ঘটনার সাক্ষী। তিনি জানান, অন্যান্য দিনের মতো গতকাল বুধবারও ওই সময়টায় রাস্তায় বেশ যানজট ছিল। ফলে, বাইকের গতিও কম ছিল।

তার ভাষায়, “বাইকটা বেশি স্পিডে ছিলো না। স্পিড ছিলো সর্বোচ্চ ১০-১৫ কিলোমিটার। কিন্তু ওই সময় একটি অটোরিকশা বাইকটাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়।” “এতে করে বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকসহ পড়ে যায় এবং ঐসময়-ই পেছন থেকে মিয়ামি পরিবহনের একটি বাস এসে তাদের ওপর দিয়ে চলে যায়।”

এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেলের আরেক আরোহীকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত দুজন— আবদুল্লাহ আল নোমান ও মো. পাভেল, তারা পরস্পর বন্ধু। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।

খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন গণমাধ্যমে জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। কিন্তু বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি।

বিশ্লেষকরা বলছেন, ঢাকা থেকে শুরু করে সারাদেশে নিয়ন্ত্রহীনভাবে, অবাধে অটোরিকশা চলছে। এ ধরনের বাহন নিয়ে যাত্রীর নিরাপত্তা ঝুঁকির অভিযোগ থাকলেও এগুলো নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তারা মনে করছেন। যদিও সরকার তাদের চেষ্টা রয়েছে বলে দাবি করছে।

Related posts

বেইজিংয়ে ড. ইউনূসকে রাজকীয় সংবর্ধনা

News Desk

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

News Desk

নারীরা এগিয়ে যাবে, কেউ দাবায়ে রাখতে পারবে না

fz@admin