People Voice
অপরাধ

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুব উদ্দিন সোহেলকে ঘুষ নেওয়ার সময় আটক করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে দুদকের একটি বিশেষ টিম ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

আজ গণমাধ্যমে পাঠানো দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সবুজবাগের পূর্ব বাসাবোতে অবস্থিত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন ছিল। আবেদনপত্র জমার পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, সচিব সোহেল হুমকি দেন যে ঘুষ না দেওয়া হলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। সোহেলকে আইনের আওতায় আনতে তিনি কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন।

এরপরই দুদকের ফাঁদ অভিযানে গতকাল দুপুরে ঘুষের টাকা গ্রহণের সময় সচিব কুতুবউদ্দিন সোহেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানায় দুদক। ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

Related posts

অস্ত্র নয়, জনগণের আস্থাই শক্তি

News Desk

‘ধর্ষণবিরোধী পদযাত্রা, পুলিশের ওপর আক্রমণ’

News Desk

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত দুই ছাত্রী আটক

News Desk