People Voice
অপরাধসিলেট

কৌশলে গ্রাহকের টাকা আত্মসাত,কারাগারে সাইমুন রুবেল

গ্রাহকের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের হবিগঞ্জ শাখার ম্যানেজার সাইমুন রুবেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার করার একদিন পরই তাকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। পরে আসামি রুবেলকে আদালতে তোলা হয়।

এ সময় বাদীপক্ষের আইনজীবী তার জামিন ও রিমান্ডের বিরোধিতা করেন। শুনানি শেষে রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

জিজ্ঞাসাবাদে গ্রাহকের টাকা আত্মসাতের কথা স্বীকার করেন সাইমুন রুবেল। গ্রাহকের টাকা জমা না দিয়ে তিনি নিজেই খরচ করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি সাইমুন রুবেল এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের হবিগঞ্জ শাখায় থাকায় অবস্থায় বিভিন্ন সময়ে কৌশলে গ্রাহকের সাড়ে তিন লাখ টাকা আত্মসাত করেন। যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে এসেছে।

হবিগঞ্জ থানা পুলিশ জানায়, নানা জাল-জালিয়াতির মাধ্যমে আসামি রুবেল গ্রাহকের টাকা হাতিয়ে নেয়। প্রাথমিক তদন্তে তার প্রমাণ পাওয়া গেছে। মামলার এজহারে তা উল্লেখ করা রয়েছে। আসামি নিজেও স্বীকারোক্তি দিয়েছেন। গ্রাহকের টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

Related posts

মেজর সিনহা হত্যা মামলা : ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল

News Desk

টাকা লুটে সাবেক সেনা ও পুলিশ সদস্যরা জড়িত : ডিএমপি

News Desk

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত দুই ছাত্রী আটক

News Desk