People Voice
প্রযুক্তি

ব্লগস্পটের একাধিক সাইটে অপতথ্য

গত বছরের (২০২৪) আগস্টে বাংলাদেশে যখন গণঅভ্যুত্থান ঘটে এবং এর প্রেক্ষিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। ঠিক তার পরের মাসেই অপতথ্য প্রচারের নতুন এই কৌশল রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিটের নজরে আসে। ‘স্বাধীন বাংলাদেশ নিউজ ২৪৭’ নামের একটি সাইট থেকে ০৫ সেপ্টেম্বর প্রথম অপতথ্য প্রচারের হদিস মেলে। সে মাসে এই সাইটে অন্তত ৬৫টি কথিত সংবাদের মাধ্যমে লেখা প্রকাশ করে পরে ফেসবুকে তা ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তী মাসগুলোতেও একই কার্যক্রম চালানো হয়েছে।

 

একই প্রক্রিয়ায় অপতথ্যের প্রচার চালিয়েছে, এমন আরও অন্তত ১৫টি সাইটের সন্ধান মিলেছে। এসব সাইটের অন্তত পাঁচটিতে দেশি-বিদেশি গণমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে সাইটগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে। তাতে সফল হয়েছে এমন প্রমাণও পেয়েছে রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট। এর মধ্যে ‘ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ’ জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার লোগো, ‘আমার দেশ’ জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার নাম ও লোগো, ‘ভোরের ডাক’ জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার নাম ও পরিবর্তিত লোগো, ‘বিবিসি নিউজ বাংলা ২৪৭০’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বাংলা সংস্করণের নাম ও লোগো এবং ‘আনন্দবাজার পত্রিকা’ ভারতের কলকাতার দৈনিক আনন্দবাজারের নাম ব্যবহার করা হয়েছে। অনুসন্ধানে পাওয়া সাইটগুলোর সব অবশ্য এখন সক্রিয় নেই।

 

‘স্বাধীন বাংলাদেশ নিউজ ২৪৭’ নামের যে সাইটটি থেকে প্রথম অপতথ্যের প্রচার শুরু হয়, তাতে গত ফেব্রুয়ারির পর থেকে নতুন কোনো ‘সংবাদ’ প্রচার করা হয়নি। এমনকি অপতথ্য-সংবলিত পুরোনো সব সংবাদও সরিয়ে নেওয়া হয়েছে। তবে কাছাকাছি নামের (স্বাধীন নিউজ ২৪৭) সাইটটিতে এরপরই অপতথ্যের প্রচার শুরু হয়, যা এখনো চলমান রয়েছে। এ ছাড়া কার্যক্রম শুরুর পর বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, এমন সাইটগুলোর মধ্যে রয়েছে ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ, বিবিসি নিউজ বাংলা ২৪৭০, বাংলাদেশেরও, লিমা আক্তার ২০২২, বাংলাদেশ ৪৩৪৮, বাংলাদেশ ৩৪৪৭ এবং লিমা আক্তার ৩৪৪। শেষোক্ত পাঁচটি সাইটে এখন আর প্রবেশই করা যায় না।

 

এসব সাইটের অপতথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ঘটনাগুলো নিয়মিত নজর রাখেন এসব কথিত সংবাদ তৈরির কারিগররা। ঘটনার সঙ্গে মিল রেখে কাছাকাছি সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ভুল তথ্য প্রকাশ করা হয়। যেমন গত ৭ মার্চ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজের মাধ্যমে জানান যে হাসপাতালে তার একটি সার্জারি হবে। এর প্রেক্ষিতে পরদিন ‘আমার দেশ’ নামের ব্লগস্পটের একটি ডোমেইন সাইটে দাবি করা হয়, পিনাকী ভট্টাচার্য হাসপাতালে অপারেশন টেবিলেই মারা গেছেন। অথচ পিনাকীর অপারেশন সফল হয়েছিল এবং তিনি সুস্থ আছেন। এসব সাইটে অপতথ্যগুলো প্রকাশের পর নির্দিষ্ট কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেগুলোর লিংক একই মতাদর্শের গ্রুপগুলোতে প্রচার করা হয়।

Related posts

দুই স্তরে দাম কমছে ইন্টারনেটের, কতটা সাশ্রয় হবে গ্রাহকের

News Desk

বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর নিয়ম

News Desk

ফেসবুক ও মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ চালু করছে মেটা

News Desk