People Voice
পরিবেশ ও জলবায়ু

ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি

রেকর্ড মাত্রায় গ্রিনহাউস গ্যাসের কারণে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল ২০২৪। ব্যাপক উষ্ণতা ও তাপমাত্রার জেরে উত্তর ও দক্ষিণ মেরুসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক হিমবাহ দ্রুতহারে গলছে। যে কারণে উল্লেখযোগ্য হারে বেড়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।

জাতিসংঘের জলবায়ু পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গসংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৫৫ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২৩ সালে যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে, তার চেয়ে দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

 

ডব্লিউএমও’র তথ্য অনুসারে, ২০২৪ সালে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ৪ দশমিক ৭ মিলিমিটার বেড়েছে।২০১৫ সালে প্যারিসে জাতিসংঘের উদ্যোগে যে জলবায়ু সম্মেলন হয়েছিল, সেখানে সদস্যরাষ্ট্রগুলো এই মর্মে একমত হয়েছিল যে বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেয়া যাবে না।

 

সেই হিসেবে গত বছরের তাপমাত্রা বৃদ্ধির তথ্য বেশ হতাশাজনক। তবে ডব্লিউএমও’র শীর্ষ বিজ্ঞানী, সমন্বয়ক ও এই প্রতিবেদন প্রধান লেখক জন কেনেডি বলেন, ‘এক বছরে গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি বৃদ্ধি হতাশাজনক। তবে তার মানে এই নয় যে প্যারিস চুক্তি ব্যর্থ হয়ে যাচ্ছে। যদি আমাদের সদিচ্ছা থাকে, তাহলে এখনও আমরা এই সংকট মোকাবিলায় অনেক কিছু করতে পারি।’

 

তাপমাত্রা বৃদ্ধির ফলে গত বছর বিশ্বজুড়ে ঝড়, অতিবর্ষণ, খরা, দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগের হারও ছিল বেশি। জাতিসংঘের হিসেব অনুসারে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০২৪ সালে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৮ লাখ মানুষ, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

সূত্র: রয়টার্স

Related posts

বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে

News Desk

‘বায়ুদূষণে’ বাড়ছে বজ্রপাত

News Desk

বজ্রপাত থেকে বাঁচতে করণীয়

News Desk