People Voice
প্রযুক্তিলিড নিউজ

অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লগস্পটের ফ্রি ডোমেইন

সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৫ এপ্রিল একটি ‘নিউজ’ সাইট লিংককে সূত্র হিসেবে দিয়ে দাবি করা হয়েছে, ‘ঢাকা সেনানিবাসে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ৯ জন সেনা সদস্য নিহত এবং একই সঙ্গে দুজন জঙ্গিও নিহত হয়েছে।

 

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি। সূত্র হিসেবে যে সাইটের লিংক দেওয়া হয়েছে, সেই সাইট বিশ্লেষণ করে দেখা যায়, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে ভুয়া এই সংবাদ প্রকাশ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

 

রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট গত বছরের (২০২৪) আগস্ট-পরবর্তী সময় থেকে এই ধরনের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটগুলোর ওপর নজর রাখছিল। চলতি এপ্রিল পর্যন্ত এমন অন্তত ১৬টি সাইটের সন্ধান পাওয়া গেছে, যেগুলোতে বাংলাদেশকে জড়িয়ে অপতথ্যের প্রচার ছিল নিয়মিত।

 

রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিটের দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

 

ব্লগস্পট হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। এই প্লাটফর্মে (http://www.blogger.com) বিনামূল্যে ব্লগ সাইট তৈরি করে তাতে নিয়মিত লেখা প্রকাশের সুবিধা রয়েছে। প্রক্রিয়াটিও বেশ সহজ। ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে পছন্দের নাম দিয়ে ব্লগসাইটটি খোলা হয়৷ বিনামূল্যে হওয়ায় ইউআরএলে blogspot শব্দটি থাকে। যেমন, কেউ যদি Bangladesh নাম দিয়ে ব্লগ খুলতে চান, তাহলে তার ইউআরএল হবে https://bangladesh.blogspot.com

 

এটি এসইও (SEO) ফ্রেন্ডলি ব্লগিং প্লাটফর্ম হওয়ায় গুগল থেকে অসংখ্য ভিজিটর আসে এই প্লাটফর্মে। ফলে যেকোনো লেখা সহজেই কম সময়ে অসংখ্য ভিজিটরদের কাছে পৌঁছে দেওয়া যায়। তা ছাড়া ফেসবুকে সাধারণত নেটিজেনরা কোনো তথ্যের পক্ষে সমর্থনমূলক লিংক খোঁজেন। এই সুযোগ নিয়ে এই ধরনের ব্লগসাইটের মাধ্যমে লেখা প্রকাশ করে লিংকটি পোস্টগুলোতে যুক্ত করে দেওয়ার প্রবণতা দেখা যায়, যা আলোচিত তথ্যটিকে বিশ্বাসযোগ্য করে তোলার প্রয়াস হিসেবে দেখা হয়। মূলত এই প্লাটফর্ম ব্যবহার করেই গেল বছরের অন্তত সেপ্টেম্বর থেকে একাধিক ব্লগসাইট তৈরি করে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার করা হচ্ছে।

Related posts

রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

News Desk

নেপাল-ভুটানে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হবে না : ভারত

News Desk

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

News Desk