People Voice
প্রযুক্তি

বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর নিয়ম

নিরাপত্তা নিশ্চিত করতে এখন অনেকেই বাড়িতে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা ব্যবহার করেন। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই ক্যামেরাগুলো আরও সাশ্রয়ীও হয়ে উঠেছে। তবে ক্যামেরার অবস্থান সঠিক না হলে, এটি চুরি ঠেকানোর বদলে অপ্রত্যাশিত সমস্যার কারণ হতে পারে। ক্যামেরার কার্যকারিতা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে তাই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি। বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর সময় সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেওয়া যাক।

 

১ ক্যামেরার দৃষ্টিসীমায় বাধা যেন না থাকে

ক্যামেরা এমন স্থানে বসাতে হবে, যেখানে ক্যামেরার দৃষ্টিসীমায় স্থায়ী বা অস্থায়ী বাধা তৈরি করতে পারে, এমন বস্তু না থাকে। গাছপালা বা ঝোপঝাড়ের মতো বস্তু বা যেগুলো ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ে, এমন বস্তু ক্যামেরার দৃষ্টিসীমায় বাধা তৈরি করতে পারে। ফলে অনেক দৃশ্যই ক্যামেরার ধারণ করা সম্ভব হবে না। ঘরের ভেতর ক্যামেরা বসানোর সময়ও খেয়াল রাখতে হবে। দরজা বন্ধ হলে বা পোষা প্রাণী কোনো স্থানে ঘন ঘন বসে থাকলে ক্যামেরার কার্যকারিতা ব্যাহত হতে পারে।

 

Related posts

যুক্তরাষ্ট্রে অ্যাপল ও গুগল স্টোরে ফিরল টিকটক

News Desk

দুই স্তরে দাম কমছে ইন্টারনেটের, কতটা সাশ্রয় হবে গ্রাহকের

News Desk

গেমিং দুনিয়ায় নতুন চমক, গিগাবাইটের অরোস মাস্টার ল্যাপটপ

News Desk