People Voice
জাতীয়ঢাকা

‘অতি গোপন’ অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস

দুর্নীতির ‘অতি গোপন’ অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ ও উত্তর অঞ্চলের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

 

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গিয়ে সংস্থার চেয়ারম্যান আবদুল মোমেনের সঙ্গে দেখা করে তারা ওই অভিযোগ জমা দেন। দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন তারা। এসময় হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, “আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।”

 

কী ধরনের অভিযোগ নিয়ে এসেছেন- এমন প্রশ্নে তিনি বলেন, “ভেরি কনফিডেন্সিয়াল।”অভিযোগ কাদের বিরুদ্ধে– এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “এটা ভেরি কনফিডেন্সিয়াল। এখন কনফিডেন্সিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেন্সিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।”

 

এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে।”

 

তিনি বলেন, “এই সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল। সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি। এর বেশি কিছু বলছি না এখন।”

Related posts

আমনা বালুচের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ঢাকায় এসে খুশি পাকিস্তানের পররাষ্ট্র সচিব

News Desk

দিনাজপুরে সড়কে প্রাণ গেল তিনজনের

fz@admin

রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

News Desk