People Voice
বিনোদন

বুলেটপ্রুফ বারান্দা থেকে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান

ব্যালকনিতে এসে ভক্তদের সঙ্গে দেখা করা আর ঈদের শুভেচ্ছা জানানো সালমান আর শাহরুখ খানের এক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবারের মতো এবারও নিজের ফ্ল্যাটের বারান্দায় এসে ভক্তদের কাছে ঈদের শুভেচ্ছাবার্তা পৌঁছে দিলেন ভাইজান।
প্রতিবার সালমান বান্দ্রায় তাঁর ঠিকানা গ্ল্যালাক্সি অ্যাপার্টমেন্টের খোলা বারান্দা থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন ও তাঁদের ঈদের শুভেচ্ছা জানান।

 

এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের ঈদের ছবিটা একটু অন্যরকম ছিল। এবার ভাইজান খোলা বারান্দায় নয়, বুলেটপ্রুফ বারান্দায় এসে ভক্তদের দেখা দিলেন। প্রতিবারের মতো এবারও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ছিল মানুষের ভিড়।

 

এদিন দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন ভাইজানকে একঝলক দেখার জন্য। ঈদের আগের রাত থেকেই অসমবয়সী মানুষ সালমানের আবাসনের বাইরে তাঁর অপেক্ষায় হাপিত্যেশ করে থাকেন। এবারও এই বলিউড সুপারস্টার কাউকে নিরাশ করেননি।
আজ বিকেলে সাদা পাঞ্জাবি-পাজামা পরে বলিউডের সুলতান এসেছিলেন বারান্দায়।

 

সালমানের এই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, ভাইজানের সঙ্গে আছে তাঁর ভাগনে–ভাগনি আহিল ও আয়ত শর্মা। একটি ভিডিওতে দেখা গেছে, তিনি আয়তের সঙ্গে কথা বলছেন। গ্যালাক্সির বাইরে মানুষের মিছিল দেখে দুই খুদেও অবাক হয়েছে। তারাও মামার দেখাদেখি হাত নেড়ে ঈদ মোবারক জানাচ্ছে।

 

গতকাল রোববার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান আর রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘সিকান্দার’। এ আর মুরুগাদস পরিচালিত ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করছে। ভাইজানের এই ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

Related posts

৯ হাজার কোটি টাকা আয়, স্পাইডার-ম্যানের অবিশ্বাস্য রেকর্ড!

fz@admin

ছাড়পত্র পেল সিয়াম-পূজার ‘শান’

fz@admin

হত্যাচেষ্টা মামলার আসামী সুবর্ণা মুস্তাফা, অপু বিশ্বাসসহ ১৭ তারকা

News Desk