People Voice
ঢাকা

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

সারাদেশে উৎসবে আনন্দে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসসহ বিশিষ্টজনরা। নামাজ শেষে প্রধান উপদেষ্টা, দেশ নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। বলেন, সবাইকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্খা বাস্তবায়ন করা হবে। পরে মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

 

এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য আনন্দের মুহুর্ত ঈদের নামাজ। সকাল থেকে ঈদের প্রধান জামাতে অংশ নিতে কাধে কাধ মিলিয়ে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সব বয়সী মানুষ।এ সময় বড়দের পাশাপাশি ছোটরাও বাবার কাধে চড়ে পৌঁছে যায় ঈদগাহে।

নির্বিগ্নে সবাই অংশ নেন জাতীয় ঈদগাহের জামাতে। সকাল সাড়ে আটটায় শুরু হয় জাতীয় প্রধান জামাত। এতে অংশ নেন প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। এ সময় প্রধান উপদেষ্টা, জুলাই শহীদ ও আহতদের চেতনা কাজে লাগিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ঢাকা বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নামাজ শেষে খুৎবার পর মোনাজাতে অংশ নেন মুসুল্লিরা। কোলাকুলির মধ্য দিয়ে সৌহার্দ্য-সম্প্রীতি ছড়িয়ে পড়ে সবার মাঝে।

 

এদিকে, ঈদের প্রথম জামাত হয় সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নামাজ শেষে মোনাজাতে দেশবাসীসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সোমবার সকাল থেকেই বায়তুল মোকাররমে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। সবার উদ্দেশ্য ঈদের নামাজে অংশ নেয়া। সাথে প্রিয় সন্তানকেও নিয়ে আসেন অনেকে।

বয়ান শুরু হয় সকাল সাড়ে ছয়টা থেকে। নামাজে শরীক হন জামায়াতে ইসলামির আমীরসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথম জামায়াতের ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী।

 

নামাজ শেষে খুৎবা, এর পর মোনাজাতে দেশবাসীসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।নতুন বাংলাদেশ বিনির্মাণে ২৪ এর গণঅভ্যুথানের শহিদদের জন্য দোয়া করেন মুসল্লিরা।নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।

 

বায়তুল মোকাররমে সকাল ৮টা, ৯ টা, ১০ টা আরও তিনটি জামাত অনুষ্ঠিত হয়। আর সকাল পৌণে এগারটায় আরও একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

Related posts

আমনা বালুচের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ঢাকায় এসে খুশি পাকিস্তানের পররাষ্ট্র সচিব

News Desk

পহেলা বৈশাখে গোটা রাজধানীতে থাকবে কঠোর নিরাপত্তা

News Desk

নিজ ক্ষমতায় প্রকল্প পরিচালক নিয়োগ দিলেন আসিফ

News Desk