People Voice
অর্থনীতি

ঈদে টানা ৯ দিন বন্ধ ব্যাংক, এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঈদের লম্বা ছুটিতে গ্রাহকরা যেন তাদের প্রয়োজনীয় টাকা তুলতে পারেন, সেজন্য এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকার ৩রা এপ্রিল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে; ওই দিন সব ব্যাংকও বন্ধ থাকবে।

 

আর এ কারণেই নয় দিনের লম্বা ছুটিতে পড়ছে দেশের ব্যাংক খাত। তবে দেশের রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ২৮ ও ২৯শে মার্চ (সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার) পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

টানা ছুটিতে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলাদা একটি সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ঈদের ছুটি চলাকালে গ্রাহকের নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ করতে হবে। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

 

সার্কুলারে এটিএম বুথের ক্ষেত্রে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সময়ে তা সমাধান করতে হবে। পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। বুথে সার্বক্ষণিক পাহারাদারদের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস) এবং অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা চালু নিরবচ্ছিন্ন চালু রাখারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সকল ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন এবং এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত টাকা রাখা নিশ্চিত করতে হবে। এছাড়া ঈদের ছুটি চলাকালে যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।

Related posts

যাঁরা রিটার্ন দেন না, তাঁদের নজরদারিতে আনছে এনবিআর

News Desk

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

News Desk

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না

fz@admin